
নিজস্ব প্রতিনিধিঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধির নতুন কর্মসূচি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হল মণিপুর থেকে। রবিবার থৌবাল জেলা থেকে এই যাত্রা শুরু হয়েছে। এই রাজ্যে মোট ১০০ কিলোমিটার পথ হাঁটবেন রাহুল। লোকসভা নির্বাচনের আগে এটাই কংগ্রেসের বড় জনসংযোগ যাত্রা। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় ৬৭ দিনের লম্বা কর্মসূচি রয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর।
জানা গিয়েছে, মণিপুর থেকে যাত্রা শুরু করে নাগাল্যান্ডে পৌঁছোবেন রাহুল গান্ধি। সেখান থেকে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে পদযাত্রা কোচবিহার জেলায় ঢুকবে । বাংলায় মোট ৫২৩ কিলোমিটার পথ হেঁটে বিহারে পৌঁছোবেন তিনি। সেখান থেকে ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটেও যাবে এই যাত্রা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মুম্বইয়ে শেষ হবে এই যাত্রা। প্রসঙ্গত, ‘ভারত জোড়ো যাত্রা’ করে জাতীয় রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । ওই কর্মসূচিতে তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ।