
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার রাজ্য কংগ্রেস সেবা দলেরে সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে বউ বাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে থেকে বঙ্গবিজেপির রাজ্য দফতর পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়। মিছিল করে তাঁরা মুরলিধর লেনে বিজেপি সদর দফতরের বাইরে শিখদের ধর্ণামঞ্চে আবস্থান করেন। এদিন মিছিলে গান্ধী সেজেও পথে হাঁটেন এক কংগ্রেস কর্মী। কারণ দু সপ্তাহ আগে সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পাঞ্জাবি হওয়ায় তাঁকে খালিস্থানি বলেছিলেন বলে অভিযোগ। এই নিয়ে প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করে বিজেপি রাজ্য দফতরের বাইরে মঞ্চ করে ধর্না শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষেরা। এদিন ধর্নামঞ্চে তাঁদের সঙ্গে অবস্থান করলেন রাজ্য কংগ্রেস সেবা দলেরে কর্মী সমর্থকরা।