
সূর্যজ্যোতি পাল, কোচবিহার: কাঁচা সবজির অতিরিক্ত দাম এর কারনে নাজেহাল মধ্যবিত্ত পরিবার।অতিরিক্ত দ্রব্যমূল্য কাল ঘাম ছোটাচ্ছে মধ্যবিত্তের। সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া। বুধবার সবজি বাজারের দাম নিয়ন্ত্রণ নিয়ে এক বিশেষ আলোচনা বৈঠক করেছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। এরপরেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবার সকালে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে জেলা প্রশাসনের টাস্ক ফোর্স অতর্কিত হানা দেয়। ক্রেতাদের অভিযোগ প্রতিনিধি দল আসার সাথে সাথে বাজারে সবজির দাম কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিনিধি দল চলে যাওয়ার পরেই আবার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে প্রতিনিধি দলের পক্ষে জানানো হয়েছে, ব্যবসায়ীরা কোথা থেকে পাইকারিতে সবজি তোলেন এবং সেখানে কত দামে সবজি বিক্রি হচ্ছে সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে বাজার নিয়ন্ত্রণে উঠে পড়ে লেগেছে কোচবিহার জেলা প্রশাসন।