
স্পোর্টস ডেস্ক :কানাডাকে সহজেই ২-০ উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকায় এর আগে গোল না পেলেও, সেমি-ফাইনালে গোল পেলেন লিওনেল মেসি। অপর গোল করলেন জুলিয়ান আলভারেজ। ফলে সহজ জয় পেল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। যে দল জিতবে তাদের বিরুদ্ধে ফাইনাল খেলবেন মেসিরা। কোপা আমেরিকায় সবচেয়ে সফল দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। ফাইনালে এই দুই দলের লড়াই হলে দুর্দান্ত ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। পরপর দু’বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পারলে অসাধারণ নজির গড়বে আর্জেন্টিনা। সেই লক্ষ্যেই ফাইনালে খেলতে নামবেন মেসিরা।