
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ প্যালেস্তাইনের উপর হামলার প্রতিবাদে দিল্লিতে ইজরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে সামিল নকশালপন্থী সংগঠন সিপিআইএম-এল লিবারেশন। সোমবার কয়েকশো মানুষ মিছিল করে যন্তর মন্তরে যান। মিছিল যন্তর মন্তরে পৌঁছলেই পুলিশ মিছিল আটকে দেয়। বেধে যায় ধুন্ধুমার কাণ্ড। পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠি চালায় বলে অভিযোগ। পুলিশের লাঠিতে জখম হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। বিক্ষোভে সামিল হন জেএনইউর ছাত্রছাত্রী ও প্রফেসররাও। পুলিশ ৫০ জনেরও বেশি তাঁদের কর্মী, সমর্থকদের আটক করেছে বলে অভিযোগ লিবারেশনের। আটক করা হয় নকশালপন্থী ছাত্র সংগঠন আইসার কর্মী সমর্থকদেরও। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআই এম-এল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। প্রিস বিজ্ঞপ্তিতে তিনি জানান প্যালেস্তাইনের উপর হামলার প্রতিবাদ জানাতে গিয়ে দিল্লিতে মোদি পুলিশের হাতে রক্তাক্ত হতে হল শান্তিকামী মানুষদের। আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বিভিন্ন বাম দল এবং মানবাধিকার সংগঠন।
প্রসঙ্গত ৭ অক্টোবর সাত সকালে আচমকাই ইজরায়েলে রকেট হামলা চালায় হামাস। পাল্টা প্যালেস্তাইনের গাজা শহরে বোমা বর্ষণ করে ইজরায়েল। বেধে যায় দুপক্ষের মধ্যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। হামাসকে সমুচিত জবাব দেওয়ার হুমকি দেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুয়া। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। হতাহতদের মধ্যে বহু নারী এবং শিশুও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়ান। ভারতের এই অবস্থানের প্রতিবাদ জানায় সিপিআই, সিপিএম, লিবারেশন সহ বাম দলগুলি। তারই প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে শান্তি পূর্ণ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল লিবারেশন, আইসা সহ একাধিক গণসংগঠন।