
স্পোর্টস ডেস্ক: চাইল্ড ইউনাইটেডের উদ্যোগে চেন্নাইয়ে পথশিশুদের নিয়ে আয়োজিত হতে চলেছে স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সংস্করণ। ২০১৯ সালে প্রথম বার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল লন্ডন এবং কেমব্রিজে।
বিশ্বের ১৪টি দেশের পথশিশুদের নিয়ে তৈরি ১৯টি দল এই ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ৩০ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য মোট আট জনের (৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা) দল পাঠাচ্ছে হোপ কলকাতা ফাউন্ডেশন। ইন্ডিয়া প্যান্থার্স নামে এই দল প্রতিনিধিত্ব করবে স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে হয়ে গেল ইন্ডিয়া প্যন্থার্সের জার্সি উদ্বোধন। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাস।২০১৯ সালে প্রথম বার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল ঐতিহ্যশালী লর্ডসে। সেই বছর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত ছিলে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী।