
স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে বেশ ভালো পারফরমেন্স করেছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়েছে। একটুর জন্য বিশ্বকাপ সেমিফাইনাল খেলা হল না আফগানদের। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের বিশ্বকাপ অভিযান শেষ হতেই ক্রিকেট থেকে অবসর নিলেন তাঁদের পেসার নবীন উল হক। এদিন নবীন ইন্সটাগ্রাম স্টোরিতে আমেদাবাদে প্রোটিয়া ম্যাচের শেষে নবীন উল হক লেখেন, ‘প্রথম ম্যাচ থেকেই এই জার্সি আমি অনেক গর্বের সঙ্গে পরে খেলেছি। শেষ ম্যাচ অবধি একই অনুভূতি নিয়ে খেলেছি আমি। আমাকে শুভেচ্ছা এবং ভালোবায়াস ভরা বার্তা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।গ্রুপ পর্বের ৯টি ম্যাচে রশিদ জিতেছেন ৪টিতে। আর আফগানদের হার ৫টিতে। তাদের পয়েন্ট ৮। আপাতত বিশ্বকাপের পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে আফগানরা। গত আইপিএলে নবীন আর বিরাট কোহলির ঝামেলা অন্য মাত্রা নেয়। তবে বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচে বিরাট আর নবীনকে কাছাকাছি দেখা যায়।