
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
এক সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপূর জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ করা হতো।, তবে লাগাতার বুনো হাতির আক্রমণে আজ অনেক চাষীই ধান চাষ বন্ধ করে সেই জমিতে চা বাগান তৈরি করেছেন।
তবে নিচু জমির চাষীদের নেই সেই সুযোগ। কারন জলা ভূমিতে চা গাছ হয় না,তাই বাধ্য হয়েই করতে হয় ধান চাষ।কিন্তু ধানের শীষে সোনালী রঙ ফুটে উঠলেই রাত জেগে পাহারা দেওয়া শুরু হয় চাষীদের। বর্তমান অবস্থার বিবরণ দিতে গিয়ে কৃষক কালীপদ রায় বলেন, যত কষ্ট করে এই ফসল তৈরি করি সেটি বাড়ী নিয়ে যেতে পারবো কি না সেটাই অনিশ্চিত।
হাতি, জঙ্গলী শুয়োর সহ ময়ুর ফসল খেয়ে যায়, বন বিভাগের থেকেও তেমন কোনো সহযোগিতা আমরা পাই না।
নোধাবাড়ীর ওপর এক কৃষক বলেন, ধান চাষ করেছি কিন্তু হাতির অত্যাচারে সেই ধান যে ঘরের নিয়ে আসতে পারবো কি না বলতে পারছিনাপ্রকৃতি ও বন্য প্রানের সঙ্গে অসম লড়াইয়ের পর জমিতে ফসল এলেও,আবার এক লড়াইয়ের জন্য বিনিদ্র রাত কাটাচ্ছেন জলপাইগুড়ি জেলার মান্টাদাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত নোধাবাড়ী গ্রামের কৃষক পরিবারের সদস্যরা।