
স্পোর্টস ডেস্ক : ওয়াংখেড়েতে ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছেন ডেভিড বেকহ্যাম। সচিন তেন্ডুলকরের সঙ্গে রয়েছেন তিনি। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা গেল বেকহ্যামকে। সচিন এবং বেকহ্যাম একসঙ্গে মাঠে নামেন। তার পর দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান।এদিন সচিন আর বেকহ্যাম বসে খেলা দেখেন সঙ্গে ছিলেন জয় শাহ।ওয়াংখেড়েতে হাই-ভোল্টেজ সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। আগের দিনই জানিয়েছিলেন, টস কোনও ফ্যাক্টর গড়ে দেবে না। কিন্তু এইধরনের নক আউট ম্যাচে প্রথমে ব্যাট করে বিপক্ষের ঘাড়ে বড় রান চাপিয়ে দেওয়াই টার্গেট ভারতের। টসে জিতে রোহিত বলেন, “দেখে মনে হচ্ছে ভাল পিচ। একটু মন্থর হবে মনে হচ্ছে। গত কয়েক বছরে নিউজিল্যান্ড সবচেয়ে ধারাবাহিক দল। ভাল লড়াই হবে। আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরকম দিনে আমাদের ভাল খেলতে হবে।”