
ওঙ্কার ডেস্ক : সাইবার ক্রাইম সিআইডি-র একটি দল অভিযান চালিয়ে গৌতম বুদ্ধনগর, ইউপি থেকে গুলফাম সাইফি কে গ্রেফতার করেছে. জানা যায়, বছর ৩২- এর গুলফাম সরাসরি সুবিধাভোগী অ্যাকাউন্ট ধারক। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং পরবর্তীতে তার গ্রেফতারি পরোয়ানা, ঘোষণা ও সংযুক্তির আদেশ জারি করে আলিপুর কোর্ট। গুলফাম অন্যান্য সহযোগীদের সাথে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে খবর পুলিশ সূত্রে.