
ওঙ্কার ডেস্ক: হোলির আগেই কর্মচারীদের মহার্ঘভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ বা মহার্ঘভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, এবার আরও দুই শতাংশ ডিএ বাড়াতে পারে সরকার। যার ফলে ৫৫ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
উল্লেখ্য, বছরে দুই বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় সরকার দেশে মুদ্রাস্ফীতি অনুযায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করে থাকে। দুই শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যা আগামী ১৪ মার্চের মধ্যে গৃহীত হওয়ার সম্ভাবনা।
ডি বৃদ্ধির ফলে ঠিক কতটা বাড়বে বেতন ? যদি দুই শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন অর্থাৎ বেসিক পে ১৮ হাজার টাকা হলে তাঁর প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৫৫ শতাংশ। প্রতি মাসে সেই কর্মীর মূল বেতনের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৯ হাজার ৯০০ টাকা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ মূল বেতন বা বেসিক পে-এর সঙ্গে অতিরিক্ত ৯ হাজার ৫৪০ টাকা পাচ্ছেন তাঁরা।