
শেক এরশাদ, কলকাতাঃ ডিএ আন্দোলনের ৩১৮ দিন পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ মেনে একবার মাত্র কথা বলা ছাড়া তাঁদের আর কোনও দাবি পূরণ করেনি সরকার। রবিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিলেন তাঁরা। সেই সঙ্গে মহামিছিল এবং অবরোধ কর্মসূচির কথা ঘোষণা করলেন ডিএ আন্দোলনের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
যদিও সূত্রের খবর, আন্দোলনরত সরকারি কর্মীদর সঙ্গে দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ৪ জানুয়ারি সরকারি কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।