
ওঙ্কার ডেস্ক: এক দলিত ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মুজফফরনগরে। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম অমিত বাল্মীকি, ৩৫ বছর বয়স তাঁর। মুজফফরনগরের বুধানা থানার শাহদাব্বার গ্রাম থেকে বাল্মিকির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক গজেন্দ্র পাল সিং বলেন, ‘নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বাল্মীকির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।’
নিহতের আত্মীয়দের তরফে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, বুধবার সকালে বাল্মীকি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় চাভিন্দর নামে এক ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। ছুরি নিয়ে তাঁকে আক্রমণ করে। একের পর এক ছুরিকাঘাতের ফলে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চাভিন্দর। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনার পর শাহদাব্বার গ্রামে নিরাপত্তা বাড়ানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।