
আমজাদ আলি শেখ, ওঙ্কার বাংলা: শুকিয়ে গিয়েছে দামোদর নদ। আর তার জেরে সঙ্কটে পড়ে গিয়েছেন বর্ধমানের বংপুর চাষীমানা এলাকার ২০০ চাষি। ৩২০ বিঘে জমির ফসল কীভাবে বাঁচাবেন তা ভেবে পাচ্ছেন না তাঁরা। স্থানীয় প্রশাসন থেকে নবান্ন পর্যন্ত জানিয়েও জলের কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের।
স্থানীয় চাষি জগৎজীবন আদক জানান, বারবার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমনকি রাজ্যের সেচমন্ত্রী, সেচ দফতরের সচিব বিষয়টি জানানো হয়েছে। তাতেও জলের অভাব দূর হয়নি। চাষিরা সম্মিলিতভাবে দামোদর থেকে একটি খাল কেটেছেন। কিন্তু তাতেও জলের অভাব মিটছে না। এলাকার চাষী সিয়ারাম চৌধুরী, রঞ্জিত মণ্ডলরা জানান, তাঁরা এই জলের ভরসায় সবজি চাষ করেছেন। কিন্তু জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল।
পরিশ্রম করে আলু, টমেটো, লঙ্কা, মুলো চাষ করা হলেও জলের অভাবে ফসল নষ্ট হতে বসেছে। দামোদর নদের সেচ প্রকল্পের অপারেটর কানাইলাল চৌধুরীও জলের অভাবের কথা জানান। তিনি জানান, দামোদরে জল না থাকায় পাম্পের মাধ্যমে জল দেওয়া যাচ্ছে না। জগৎজীবন বাবু জানান, গত ২৭ নভেম্বর তিনি রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার কাছেও আবেদন করেছেন। কিন্তু প্রশাসনের তরফে কোনও উদ্যোগ না নেওয়ায় চরম ক্ষতির মুখে পড়তে চলেছেন চাষিরা।
ভিডিও দেখুন-