
অনুসূয়া সিনহা,দুর্গাপুর : জলের অভাবে বিঘ্নিত হচ্ছে ধান চাষ।দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমন ধানের ঘাঁটি পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানের কাঁকসায়ও দেখা যাচ্ছে একই চিত্র। সেচের জলের যোগান দিতে মঙ্গলবারই জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে পূর্ব বর্ধমানের জেলাশাসক দপ্তরের বৈঠক থেকে। দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে সেচের জলের যোগান দিতে বৃহস্পতিবারই পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে জল। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলির চাষীদের সেচের সুবিধার্থে শনিবার সকাল থেকে দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশনের বাম এবং ডান দুটি সেচ ক্যানেল মিলিয়ে ৬ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। ৩১ শে অক্টোবর পর্যন্ত চলবে এই জল ছাড়া। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন “এবছর ৪০% বৃষ্টির ঘাটতি রয়েছে। চাষীদের চরম সমস্যা। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরেই আমরা দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশনের সেচ ক্যানেলে জল ছাড়ছি। বৃষ্টি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”