
রোজি লামা, দার্জিলিং: আচমকা ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন স্কুলের ছাদ। তবে হতা হতের কনও খবর নেই। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দার্জিলিং মহারানি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে।
স্কুল সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে স্কুলের একটি অংশের অবস্থা ছাদের অবস্থা জরাজীর্ণ। দুর্ঘটনার আশঙ্কা করে নবম শ্রেণির পড়ুয়াদের শুক্রবারই পাশের অন্য একটি শ্রেণিকক্ষে স্থানান্তরিত করা হয়। আশঙ্কা সত্যি হতে সময় লাগেনি। সোমবার ছাদের একাংশ ধসে পড়ে। তবে আগে থেকে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় রক্ষা পায় পড়ুয়ারা।
স্কুলের শিক্ষিকা উমা দেবী ছেত্রী সংবাদ মাধ্যমে জানান, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি জোরাল শব্দ শুনতে পান। গিয়ে দেখেন, ক্লাসরুমের ছাদ ভেঙে পড়েছে। ছাদের জরাজীর্ণ অবস্থার কারণে কয়েকদিন আগে বাচ্চাদের অন্য শ্রেণিকক্ষে স্থানান্তরিত করা হয়। এছাড়া ছাদ থেকে বিদ্যুতের তারও ঝুলছিল। সেই কারণে এদিন সকালে তিনি ওই ঘরে তালা দিয়েছিলেন যাতে কোনও পড়ুয়া ওই ঘরে করতে না পারে।