
স্পোর্টস ডেস্ক :পাকিস্তানের বিরু্দ্ধে নামার আগে ডেভিড ওয়ার্নারকে নিয়ে নানান আলোচনা চলছিল। ঘরের মাঠে এটাই ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট সিরিজ। এরপরই হয়ত প্যাড গ্লাভস তুলে রাখবেন তিনি। সেখানেই শুরুটা এক রেকর্ড দিয়েই করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের ২৬তম সেঞ্চুরী করলেন ডেভিড ওয়ার্নার। মুখে নয়, ব্যাট দিয়েই সমালোচকগদের জবাবটা দিলেন ডেভিড ওয়ার্নার। সেইসহ্গেই ভেঙে দিলেন ব্রায়ান লারার রেকর্ডও। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার।
ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর এই প্রথম টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধেই সেই টেস্ট সিরিজে নেমেছে অজি বাহিনী। সে্খানে শুরু থকেই বিধ্বংসী মেজাজে ডেভিড ওয়ার্নার। সেখানে সেঞ্চুরী ইনিংস খেলার পরই ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ১০টি সেঞ্চুরী পেলেন ডেভিড ওয়ার্নার। ব্রায়ান লারার ৯টি সেঞ্চুরীর রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরী পাওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নারএদিন ডেভিড ওয়ার্নার যখন মাঠে নেমেছিলেন সেই সময় তাঁর ঝুলিতে ছিল পাকিস্তানের বিরুদ্ধে ৯টি সেঞ্চুরী। ওপেনিংয়ে শুরু থেকেই ছিলেন বিধ্ংসী ফর্ম। পাকিস্তানের কোনও বোলারদের তাঁর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে দেননি এই তারকা ক্রিকেটার। সেঞ্চুরী পাওয়ার পরই ডেভিড ওয়ার্নারের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠ থেকেই সমালোচকদের সমস্ত জবাবটা দিলেন এই তারকা ক্রিকেটার।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টপ অর্ডারে অবশ্য উসমান খোয়াজা, মার্নাস লাবুশেনরা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। কিন্তু ডেভিড ওয়ার্নার একাই কার্যত অস্ট্রেলিয়ার রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন। তাঁর সেই সেঞ্চুরী ইনিংসের মধ্যেই ১২টি বাউন্ডারি হাঁকানো হয়ে গিয়েছিল। এই সেঞ্চুকী এবার দ্বিশতরানে বদলায় কিনা সেটাই দেখার।