
ওঙ্কার বাংলা ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার জেরে অগ্নিকাণ্ডের ফলে ৭ জনের মৃত্যু হল। আহত হয়েছেন একাধিক। শনিবার সকালে রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষের ফলে এই অগ্নিকাণ্ড ঘটে। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ আজমের রোডে একটি সিএনজি গ্যাস ট্যাঙ্কার দাঁড় করানো ছিল। সেই সময় একটি গাড়ি এসে সেটিকে ধাক্কা মারে। এরপর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যায়।
প্রশাসনিক আধিকারিকরা জানান, এই অগ্নিকাণ্ডের ফলে ৪০ জনের বেশি জখম হয়েছেন। আহতদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল বাহিনীর আধিকারিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বেশ কয়েকটি যানবাহন সম্পূর্ণরূপে পুড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এদিন তিনি আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন।