
স্পোর্টস ডেস্ক :সারদার চার্জশিটে নাম জড়ালো ইস্টবেঙ্গল শীর্ষকর্তার——সারদাকাণ্ডে দীর্ঘদিন জেল খেটেছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। এবার ফের বিপাকে জড়ালেন লাল হলুদের সর্বে সর্বা কর্তা। এবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, সেই চার্জশিটে নাকি নাম রয়েছে দেবব্রত সরকারের।
সূত্রের খবর, দেবব্রত সরকার ছাড়াও প্রাক্তন ডিজি রজত মজুমদার, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সজ্জন আগরওয়ালের কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এদিন আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। এই নিয়ে সারদাকাণ্ডে দ্বিতীয় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চার্জশিটে বেশ কয়েকটি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। ইডি জানিয়েছে, এই চার্জশিটে যাঁদের নাম রয়েছে তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে সারদার কাছ থেকে উপকৃত ।শোনা যায় , ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসরশিপ বাবদ সুদীপ্ত সেনের থেকে প্রায় ৪কোটি টাকা নিয়েছিলেন দেবব্রত।
শুধু সারদা নয় রোজভেলির কাণ্ডেও ইস্টবেঙ্গল শীর্ষকর্তার নাম শোনা যায়।লগ্নিকারী সংস্থাকে বুঝতে হবে ভালো দল করতে গেলে অর্থের কতটা প্রয়োজন। আশা করছি ভালো দল করে আগামী বছর থেকেই আমরা ঘুরে দাঁড়াব দু’বছরের মধ্যেই আমরা আইএসএলে চ্যাম্পিয়ন হব। ৪০ লাখের সঙ্গে কুড়ি লাখের কোনও লড়াই হয় না। ভালো দল করতে গেলে ৪০ লাখ টাকা খরচ করতে হবে। ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেওয়ার মতো যোগ্যতা যেসব ফুটবলারদের রয়েছে তাদের দলে নিতে হবে পাশাপাশি ভালো মানের কোচও নিয়ে আসতে হবে। লগ্নিকারী সংস্থা ইমামি যদি আমাদের কথা না শোনে তাহলে অন্য কিছু ভাবতে হবে।”