
ওঙ্কার ডেস্ক:তিন ওজনদার প্রার্থীর প্রচার ঘিরে জমজমাট পূর্ব মেদিনীপুরের লোকসভা কেন্দ্র।এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।অপরদিকে লাল ঝান্ডা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন বন্দোপাধ্যায়। আর অভিজিৎ ও সায়নকে চ্যালেঞ্জ জানিয়ে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য কে ভোট ময়দানে নামিয়েছে রাজ্যের শাসক দল।লড়াই কঠিন,আর তাই প্রচারে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃনমূল প্রার্থী।সেই মতোই শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোল মার্কেটে ভোট প্রচার করলেন দেবাংশু ।এদিন তিনি প্রথমে বাজারের ব্যবসায়ীদের কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন।এরপর বাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলেন