
ওঙ্কার ডেস্ক:মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন কে ? তাই নিয়ে যখন দেশ ব্যাপী বিভিন্ন জল্পনা চলছে ,তখন সংবাদ সংস্থা পিটিআই কে ভাবী মুখ্যমন্ত্রীর নাম জানালেন এক বিজেপি নেতা । তার দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে ফের বসতে চলেছেন দেবেন্দ্র ফডণবীসই ।২০১৪ সালে প্রথম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে বসেছিলেন ফডনবীস।২০১৯ সালে আবারও কুর্সি দখল করে বাজিমাত করেন। কিন্তু ভাগ্য সহায় না থাকায় মুখ্যমন্ত্রী পদে বসেন শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে। তিনি আরো জানিয়েছেন, আগামী দুদিনের মধ্যেই বৈঠক করতে চলেছেন বিজেপি দল। সেখানেই নাম ঘোষণা করা হবে পরবর্তী মুখ্যমন্ত্রীর।
ভোট পরবর্তী সময় থেকেই জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর গদি যাবে কার দখলে? মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কিছুদিন আগেই বিপুল সংখ্যায় ভোট পেয়ে জয়লাভ করেছে ‘মহাজুটি’ বিজেপি – শিবসেনা – এনসিপি র মিলিত জোট।
প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠকের পর কিছুদিনের জন্য গা ঢাকা দেন । ফলে জল্পনার পারদ ক্রমশ আরো বাড়তে থাকে।
এরই মাঝে মহাজুটির আরেক শরিক এনসিপির অজিত পাওয়ার জানিয়েছেন বিজেপির কোনও নেতাই মুখ্যমন্ত্রী হতে চলেছেন মহারাষ্ট্রে। কিন্তু বাকি দুই দল পাবে উপমুখ্যমন্ত্রীর স্থান।
শিন্ডে জানিয়েছেন, সোমবারই মুখ্যমন্ত্রীর পদ দখল নিয়ে অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে । ইতিমধ্যে শনিবার একতরফা ভাবে শপথের দিন ঘোষণা করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫ টায় মুম্বইয়ের আজাদ ময়দানে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানটি হবে । উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবছর বিধানসভা ভোটে মহারাষ্ট্রের মহাজুতি দল ২৮৮ টি আসনের মধ্যে ২৩৫ টি আসন অধিকার করেছে । ২০২৫ সাল কি আবারও ফডনবিসের নামে হতে চলেছে সেটাই এখন এখন দেখার বিষয়।