
নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে বসছেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী পদে অজিত পওয়ার ও একনাথ শিন্ডের নামে শীলমোহর। বৃহস্পতিবার শপথের অনুষ্ঠান।
দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে কাটল মহারাষ্ট্রের মসনদের দাবিদার নিয়ে জট।কে বসছেন মহারাষ্ট্রের মসনদে?
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন দেবেন্দ্র ফডণবীস। আর উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে অজিত পওয়ার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেদের। বুধবার মহাজোটের বিধায়কদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে এই সিদ্ধান্তে শীলমোহর পড়ে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানী মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফডণবীসের নাম প্রস্তাব করেন। সম্মতি জানায় সব বিজেপি বিধায়ক। যদিও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বিজেপির দেবেন্দ্র ফডণবীস শিবসেনার একনাথ শিন্ডে,এনসিপি র অজিত পওয়ারের,মধ্যেই চলছিল দড়ি টানাটানি। এই দড়ি টানাটানির অবদান ঘটাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানীকে দায়িত্ব দেয় বিজেপি।
মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে জট তো কাটল। তবে বাকি মন্ত্রীত্ব নিয়ে কোন ফলমূলা নেওয়া হয়েছে?
সূত্রের খবর, তবে মন্ত্রী সভা নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পাঁচজন বিধায়ক পিছু একজন মন্ত্রী এই ফর্মুলায় মন্ত্রীসভা তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। এই ফলমূলা অনুয়ায়ী বিজেপির ঝুলিতে যাবে ২০ জন মন্ত্রী। একনাথ শিন্ডের শিবসেনা পেতে পারে ১৩ জন মন্ত্রী। আর এনসিপি অজিত পওয়ারের জন্য বরাদ্দ হবে ৯ জন মন্ত্রী।
কার দখলে সম্ভাব্য কটা মন্ত্রী?
বিজেপির ঝুলিতে ২০ জন মন্ত্রী
শিবসেনা পেতে পারে ১৩ জন মন্ত্রী
এনসিপির জন্য বরাদ্দ ৯ জন মন্ত্রী।
সূত্রের খবর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন দেবেন্দ্র ফডণবীস। ও উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এনসিপির অজিত পওয়ার শিবসেনার একনাথ শিন্ডে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে হবে শপথের অনুষ্ঠান। বুধবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে শপথ গ্রহণের কথা জানানো হবে। তবে মন্ত্রীসভার আসন বন্টন নিয়ে জলঘোলা হবে বলে আশঙ্কা কংগ্রেস সহ বিরোধী শিবিরের।