
স্পোর্টস ডেস্ক: ফিরলেন বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার। আগামী ২ বছরের জন্য তাকে নিল লাল হলুদ ব্রিগেড। গতবছর ইস্টবেঙ্গলের গোলে প্রভশুখান গিল ভালোই পারফরমেন্স করছে। ফলে দেবজিৎ না গিল দলে আগামী মরসুমে কে তিন কাঠির দায়িত্বে প্রথম পছন্দ হবেন সেটা দেখার বিষয় । ২০১১-১২ মরসুমে লাল-হলুদে খেলেছিলেন। সেই মরসুমে বিশেষ সুযোগ পাননি তিনি।পরে ইস্টবেঙ্গল থেকে ভবানীপুর হয়ে দেবজিৎ গিয়েছিলেন মোহনবাগানে। সেবার সঞ্জয় সেনের কোচিংয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন। দেবজিৎ হয়ে উঠেছিলেন সেভজিৎ।
এরপরে এটিকেতে যান।
এরপরে ফের ২০২০-২১ মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে খেলেন সেখান থেকে চেন্নাইয়ান এফসি। এবছর চেন্নাইয়ের হয়ে বেশ ভালো পারফরমেন্সই করেন তিনি। ১ ৯৮০ মিনিট গোলের নীচে থেকে আইএসএলে ১৯টির মধ্যে পাঁচ ম্যাচে ক্লিনশিট রেখেছেন। এ ছাড়াও কলিঙ্গ সুপার কাপে ১ ম্যাচ আর ডুরান্ড কাপে দু-ম্যাচে ক্লিনশিট। গত মরসুমে চেন্নায়ের প্লে-অফে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেবজিতের। শুধু তাই নয়, এক ম্যাচে ১১টি সেভ করে আইএসএলে রেকর্ডও গড়েন গত মরসুমে ।সেই কারণে লাল হলুদ কর্তারা তাঁরউপর ভরসা রাখল।দেবজিৎ আসায় ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানালেন,’দেবজিৎ আই লিগ আর আইএসএলে একজন অভিজ্ঞ গোলকিপার। আমি আমার ভারতে প্রথমদিনগুলোর সময় ২০১৬ সাল থেকে ওকে চিনি। আদর্শ টিমম্যান ও। ও আসায় ইস্টবেঙ্গল আগামী মরসুমে অনেকটাই শক্তিশালী হল। বিশেষকরে দলের জুনিয়ররা খুব উপকৃত হবে ওর থেকে অনেককিছু শিখতে পারবে।’দেবজিৎ বললেন,’এটা আমার কাছে ঘরে ফেরা। আমার জীবনের প্রথম ক্লাব। অনেক স্মৃতি জুড়িয়ে আছে এই ক্লাবের সঙ্গে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আর কোচ কার্লস কুয়াদ্রাতকে ধন্যবাদ জানাবো আমাকে ইস্টবেঙ্গলে সুযোগ দেওয়ার জন্য। আমি ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের সঙ্গে ওয়াকিবহল। আমি আমার সেরাটা দেব আর ইস্টবেঙ্গলে উঁচুতে নিয়ে যাব সমর্থকদের কথা দিলাম।সমর্থকদের ভালোবাসা সমর্থন চাই ওরাই প্রেরণা।’