
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ এক সঙ্গে ২৫-৩০টি সিগারেট পানের সমান রাজধানী দিল্লিতে শ্বাসগ্রহণ করা। এমনটাই দাবি করল, আন্তর্জাতিক পরিবেশ গবেষণা সংস্থা সুইস গ্রুপ আই কিউএয়ারের। এমন কি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে ভারতের রাজধানী। আই কিউএয়ারের রিপোর্ট- রবিবার দিল্লির বাতাসের গড় AQI মান ৪৮৩। যা শনিবার ছিল ৪১৫। বর্তমান পরিস্থিতিতে শ্বাসকষ্ট, চোখ জ্বালার মতো উপসর্গ দেখা দিচ্ছে। বিশেষত অসুস্থ হয়ে পড়ছে শিশু ও প্রবীণরা। গতকালই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেন, গর্ভস্থ শিশুর ফুসফুসের ক্ষতি হতে পারে মারাত্মক দূষণের জেরে। দূষণের প্রভাব পড়তে শুরু করেছে পশুপাখিদের উপরে। এই অবহে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী ১০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এর আগে ৩ এবং ৪ নভেম্বর রাজধানীর সব প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়রছিল দিল্লি সরকার। দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার সেই মেয়াদ বাড়ানো হল।