
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ অবশেষে স্বস্তি পেলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার আবগারি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। আবগারি মামলায় ইডির তলব এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশে সাড়া দিয়ে এদিন সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন দিল্লির মুখ্যমন্ত্রী। আর সেখানে পৌঁছতেই মিলল স্বস্তি। তাঁকে এখন গ্রেপ্তার করতে পারবে না ইডি। প্রসঙ্গত, আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বার বার কেজরিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তাতে সাড়া দেননি তিনি। উলটে, এই তলবকে বেআইনি বলেও ব্যাখ্যা করেন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাঁকে গ্রেপ্তার করানোই উদ্দেশ্য বিজেপির।