
ওঙ্কার ডেস্ক: বাজেট পেশ করল দিল্লির নতুন বিজেপি সরকার। মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী রেখা গুপ্ত। বিধানসভা নির্বাচনের আগে রাজধানীবাসীর জন্য বিজেপির তরফে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এদিনের বাজেটে তার ছাপ দেখা গিয়েছে।
মঙ্গলবার দিল্লি বিধানসভায় পেশ হওয়া বাজেটে মহিলাদের মাসিক ভাতা বাবদ ৫১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতি মাসে দিল্লির মহিলাদের ২৫০০ টাকা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এটিই ছিল প্রথম বাজেট। বাজেটে মোট বরাদ্দ করা হয়েছে এক লক্ষ কোটি টাকা। রেখা গুপ্ত জানান, পূর্বের অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের তুলনায় সামগ্রিক অর্থ বরাদ্দের পরিমাণ ৩১.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর বিধানসভা নির্বাচনের আগে যমুনার দূষণ নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। তৎকালীন আপ সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। এ বারের বাজেটে সেই যমুনা নদীকে স্বচ্ছ করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, দিল্লির ২৪টি হাসপাতালের পরিকাঠামোর মানোন্নয়নের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিজেপি সরকারের তরফে।