
ওঙ্কার ডেস্ক: দিল্লির রামলীলা ময়দানে বৃহস্পতিবার রাজধানীর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্ত। রেখার পাশাপাশি এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন আরও ছয় জন নবনির্বাচিত বিধায়ক। সেই তালিকায় রয়েছেন পরবেশ ভার্মা থেকে শুরু করে কপিল মিশ্রের নাম।
বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার যে ছয় জন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাঁরা হলেন, পরবেশ ভার্মা, মানজিন্দর সিং সিরসা, কপিল মিশ্র, আশিষ সুদ, পঙ্কজ কুমার সিং এবং রবিন্দার ইন্দরাজ।
পরবেশ সাহেব সিং ভার্মা
পরবেশ ভার্মা দিল্লির রাজনীতিতে একজন বিশিষ্ট জাঠ মুখ হিসেবে পরিচিত। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন তিনি। কেজরিওয়ালকে ৪ হাজার ৮৯ ভোটে পরাজিত করে ‘জায়ান্ট কিলার’ হিসেবে উঠে এসেছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ৭০ আসনের মধ্যে ৪৮টিতে জয়লাভ করার পরে পরবেশ দিল্লির মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন। এর আগে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত পশ্চিম দিল্লি থেকে লোকসভার সাংসদ ছিলেন তিনি।
কপিল মিশ্র
দিল্লির কারওয়াল নগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কপিল মিশ্র। আম আদমি পার্টির মনোজ কুমার ত্যাগীকে ২৩ হাজার ৩৫৫ ভোটে পরাজিত করেছেন তিনি। ২০১৫ সালে আপের টিকিটে এই আসনে জিতেছিলেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় জলসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপের সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২০ সালে বিজিপির টিকিটে মডেল টাউন আসনে ভোটে দাঁড়ালেও আপের অখিলেশ পতি ত্রিপাঠীর কাছে পরাজিত হন। ২০২০ সালে কপিল মিশ্রের বিরুদ্ধে দিল্লি দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল।
মানজিন্দর সিং সিরসা
রাজৌরি গার্ডেন বিধানসভা আসনে জয়ী হয়েছেন মানজিন্দর সিং সিরসা। আম আদমি পার্টির প্রার্থী ধনবতী চান্ডেলাকে ১৮ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। যদিও ২০২০ সালে এই আসনে আপ প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।
আশিষ সুদ
দিল্লির মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ছিলেন আশিষ সুদ। দিল্লির রাজনীতিতে বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত। জনকপুরী বিধানসভা আসনে আপের পারভীন কুমারকে ১৮,৭৬৬ ভোটে পরাজিত করেছেন। জম্মুকাশ্মীরের বিজেপির কো-ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন।
পঙ্কজ কুমার সিং
দিল্লিতে পঙ্কজ কুমার সিং একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশায় একজন দন্তচিকিৎসক। সিং বিকাশপুরী থেকে তার প্রথম বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন, প্রায় ১৩ হাজার ভোটে আপের মহিন্দর যাদবকে পরাজিত করেছেন।
রবীন্দর ইন্দরাজ সিং
দিল্লি বিজেপির একজন দলিত মুখ। রবীন্দ্র ইন্দ্ররাজ সিং বিধানসভা নির্বাচনে বাওয়ানা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। ৩১ হাজারের বেশি ভোটে তিনি তিনি আপের জয় ভগবান উপকরকে পরাজিত করেন। তিনি বিজেপির এসসি মোর্চার সদস্য, দীর্ঘদিন ধরে দলিত সম্প্রদায়ের জন্য কাজ করে আসছেন।