
ওঙ্কার ডেস্ক: আম আদমি পার্টির শাসনের অবসান ঘটিয়ে দিল্লিতে ক্ষমতার কুর্সিতে বসতে চলেছে বিজেপি। শনিবার সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির জয় ঘোষণা হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। রাজধানীতে পালাবদলের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত বাংলার পদ্ম শিবির। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপের পরাজয় তৃণমূলেরও পরাজয়। দিল্লীর পর এবার বাংলা দখল করবে গেরুয়া শিবির
দিল্লি থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে বাংলায় প্রয়োগ করা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ এদিন বলেন আগামী ২০২৬ সালে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। প্রসঙ্গত ২৭ বছর পর দিল্লিতে আবার ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার অধিকাংশ আসনে জয়ী হতে চলেছে গেরুয়া শিবির।