
ওয়েব ডেস্ক: মহাকুম্ভ মেলা দর্শন করতেই হবে। অথচ পকেটে টাকাপয়সা নেই। এই পরিস্থিতিতে বিচিত্র এক কাণ্ড ঘটিয়েছে দিল্লির এক বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা দর্শন করতেই হবে, এই জেদে রাজধানী দিল্লির তিন-তিনটি বাড়িতে চুরি করেছে এক যুবক। তবে শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে পাকড়াও হয়ে এখন সে শ্রীঘরে।
পুলিশ জানিয়েছে, গত ১৭ জানুয়ারি দিল্লির ডাবরি এলাকার অন্তর্গত রাজপুরীর তিন-তিনটি বাড়িতে ডাকাতি করে দামী জিনিসপত্র এবং সোনাদানা চুরি করে ওই যুবক। অভিযোগ পেয়ে এই ডাকাতির ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরবিন্দ ওরফে ভোলা। অপরাধের কথা কবুল করে অরবিন্দ জানিয়েছে, মহাকুম্ভ মেলায় বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার খরচ বাবদ টাকাপয়সা জোগার করার জন্যই তিন-তিনটি বাড়িতে ডাকাতি করেছে সে। পুলিশকে অরবিন্দ জানিয়েছে, দরিদ্র পরিবারের সন্তান সে। তার বাবা একজন শ্রমিক, আর মা গৃহ পরিচারিকা। উল্লেখ্য, ১৪৪ বছর পরে ২০২৫ সালে আয়োজিত মহাকুম্ভ মেলা এখন দেশবিদেশের পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। শুধুমাত্র ধর্মপালন নয়, ঐতিহাসিক মহাকুম্ভ মেলা স্বচক্ষে দেখতে কোটি কোটি মানুষ প্রয়াগরাজে আসছেন।