
ওঙ্কার ডেস্ক:হরিয়ানা পাঞ্জাব সীমান্তে কৃষকদের সঙ্গে মোতায়েন পুলিশ ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে। চন্ডিগড়ে ৩ দফা আলোচনা ব্যর্থ হবার পর কৃষকরা ফের আজ দিল্লি চলো অভিযানে সামিল হয়। পাঁচ দিন ধরে কৃষকরা শম্ভু সীমান্তে অবস্থান করছিলেন। যেহেতু চন্ডিগড়ে কৃষক নেতাদের সঙ্গে আলোচনা চলছিল সেই জন্য গত তিনদিন পরিস্থিতি শান্ত ছিল। আজ কৃষকেরা মিছিল করে নতুন করে ব্যারিকেড ভেঙে এগনো চেষ্টা করবার সঙ্গে সঙ্গে পুলিশ টিয়ার গ্যাস চালাতে শুরু করেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে কৃষকরা টিয়ার গ্যাসের মুখে প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হয়ে গেল নতুন করে সংগঠিত
হওয়ার চেষ্টা করছে।