
কেরলে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দিল্লি এবং মুম্বইয় সহ দেশের বেশ কয়েকটি শহরের নিরাপত্তা জোরদার করা হল। জনবহুল এলাকায় নিরাপত্তা বাড়াল দিল্লি পুলিশ। সতর্কতা জারি করেছে মুম্বয়ে। রবিবার সকালে কেরলের কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে পর পর বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। এই ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। কেরল পুলিশ দাবি করেছে, এই বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। সূত্রের দাবি, টিফিন বাক্সের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। ঘটনাস্থলে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র দল। কেরলে বিস্ফোরণের পরই দিল্লি এবং মুম্বইয়ে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। বিভিন্ন জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক মুম্বই পুলিশও।