
সুমন্ত দাশগুপ্তঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বৈধ। মঙ্গলবার একথা জনিয়ে দিল দিল্লি হাইকোর্ট। ইডির গ্রেফতার সহ নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি খারিজ করল অরবিন্দের আর্জি।
২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারের পর তাঁকে পেশ করা হয়েছিল দিল্লির রাউজ এভিনিউ কোর্টে। ২৮ মার্চ পর্যন্ত তাঁকে ইডি হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার হাইকোর্ট জানায়, ‘যে সব নথি ইডির হাতে এসেছে, তাতে দেখানো হচ্ছে অরবিন্দ ষড়যন্ত্র করেছিলেন এবং প্রসিডস অফ ক্রাইম ব্যবহার ও লুকানোর ক্ষেত্রে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।’