
ওঙ্কার বাংলা ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সম্ভল যাত্রা রুখে দিল পুলিশ। বুধবার সকালে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে সম্ভলের উদ্দেশ্যে বের হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। কিন্তু উত্তরপ্রদেশ-দিল্লি সীমানা অর্থাৎ গাজীপুরের কাছে দুজনকেই আটকে দেয় পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের এমন সিদ্ধান্ত।
লোকসভার বিরোধী দলনেতা পুলিশকে অনুরোধ করেন চার-পাঁচ জনের একটি প্রতিনিধি দলকে সম্ভলে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। যাতে ২৪ নভেম্বর ঘটা সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি দেখা করতে পারেন। কিন্তু রাহুল-প্রিয়াঙ্কার আর্জি ফেরান পুলিশ কর্তারা। এমনকি রাহুল গান্ধী একা যেতে চাইলেও তা নাকচ করে দেওয়া হয়। পুলিশি বাধার মুখে পড়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘বিরোধী দলনেতা হিসেবে আমার কাজ এবং দায়িত্ব হচ্ছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করা। আমাকে আমার কাজ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখা হচ্ছে।’ উত্তরপ্রদেশ-দিল্লি সীমানায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। দেওয়া হয়েছে ব্যারিকেড। তৈরী হয়েছে যানজট। সম্ভল যাওয়ার অনুমোদন না মেলায় রাহুল-প্রিয়াঙ্কা দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন।