
আদালতে মুখ পুড়ল অমিত শাহের দিল্লি পুলিশের। দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ তীব্র ভর্ৎসনা করেন দিল্লি পুলিশকে। কারণ রামলীলা ময়দানে ‘মুসলিম মহাপঞ্চায়েত’এর অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না দেবার কারণ হিসাবে তুলে ধরা হয়েছিল নিরাপত্তা। অনুষ্ঠানের অনুমতির জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘মুসলিম মহাপঞ্চায়েত কমিটি। আদালত জানিয়েছে পুলিশের সাফাই গ্রহণযোগ্য নয়। শর্তসাপেক্ষে ‘মুসলিম মহাপঞ্চায়েত’-এর অনুমতি দিল হাইকোর্ট। পাশাপাশি নিরাপত্তার দিকটি নজর রাখার জন্য আয়োজকদের উপর শর্ত চাপিয়ে দেন বিচারপতি। আগামী ১৮ ডিসেম্বর রামলীলা ময়দানে বসবে ‘মুসলিম মহাপঞ্চায়েত।