
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লি – দূষণে জেরবার রাজধানী দিল্লির। এই পরিস্থিতিতে আগামী দু’দিনের জন্য বন্ধ করা হল দিল্লীর সমস্ত প্রাথমিক স্কুল। সরকারি ও বেসরকারি সব প্রাথমিক স্কুলই বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, দূষণের মাত্রা বাড়তে থাকায় দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক স্কুল আগামী দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যান চলাচলের ক্ষেত্রেও বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিস্থিতি ‘খুব খারাপ’ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৪৬। দিল্লি ও এনসিআর এলাকায় প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকণার পরিমাণ ২.৫-এর বেশি বলে জানা গিয়েছে। বাতাসে একিউআইয়ের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ জনিত সমস্যা। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।