
স্পোর্টস ডেস্ক : দিল্লীর ছেলে বিরাট কোহলি। আর বিরাটকে সম্মান জানাতে ডিডিসিএ অভিনব উদ্যোগ নিয়েছে। কোহলির নামে প্যাভিলিয়ন করেছে। আর সেই প্যাভিলিয়নের সামনেই বুধবার আফগানিস্তান ম্যাচে নামবেন বিরাট। সাধারণভাবে ক্রিকেটারদের অবসরের পরে এমন জিনিস দেখা যায়। কিন্তু বিরাটের ক্ষেত্রে অন্য জিনিস উঠে এলো। এদিন আবেগপ্রবণ কোহলি লোকেশ রাহুলের সঙ্গে কথপাকথনে বিসিসিআই টিভিতে বলেন,দারুন উপলব্ধি নিজের নামের প্যাভিলিয়নের পাশে খেলব।এই স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেট, রঞ্জি ট্রফি এবং দেশের হয়েও খেলেছি। ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা এই মাঠেই। সেই স্মৃতিগুলো আরও টাটকা হয়ে উঠছে। মাঠে নামলে এখনও পুরনো মুহূর্তগুলো মনে পড়ে। এই জায়গাতেই নির্বাচকরা প্রথম দেখেছিল, আর সুযোগ এসেছিল।অরুণ জেটলি স্টেডিয়ামে আবারও খেলার সুযোগ, আমার কাছে বিশেষ মুহূর্ত হয়ে উঠতে চলেছে। তবে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে খেলব, এমন দিন যে আমার কেরিয়ারে আসতে পারে, তা কোনও দিনই ভাবিনি। আমি এই মাঠের কাছে চির ঋণী।’