
নিজেস্ব প্রতিনিধি, দেওঘরঃ ঝাড়খণ্ডের দেওঘরে ভেঙে পড়ল একটি বহুতল। তিনতলা বিল্ডিংয়ের নীচে প্রায় ৬-৭ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । উপস্থিত রয়েছে দমকল ও স্বাস্থ্যবিভাগও। ইতিমধ্যেই দুই শিশুকে উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টা নাগাদ। তবে বাড়িটি কেন ভেঙে পড়ল সেই কারণ এখনও জানা যায়নি।