
ওঙ্কার ডেস্ক: প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যোগ রয়েছে এই অভিযোগে ভারতীয় গবেষক বদর খান সুরিকে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। পাশাপাশি ওই ভারতীয় গবেষকের ভিসাও বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত এবার খারিজ হয়ে গেল মার্কিন আদালতে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করা যাবে না।
বদর খানের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল সুরির বিরুদ্ধে বিদেশনীতি ভঙ্গ করার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। ডিস্ট্রিক্ট আদালতের বিচারক প্যাট্রিসিয়া টলিভার গিলস তাঁর নির্দেশে বলেছেন, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদর খানকে তাঁর দেশে ফেরত পাঠানো যাবে না।
উল্লেখ্য, বদর খান সুরির বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষ’ ছড়ানোর অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। পাশাপাশি প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গেও সুরির ‘সম্পর্ক’ রয়েছে বলে ট্রাম্প প্রশাসনের দাবি। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেন সুরি। পাশাপাশি সেখানকার ছাত্রদের পড়াতেন তিনি। ভার্জিনিয়ায় নিজের বাড়ির বাইরে থেকে সোমবার রাতে সুরিকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে তাঁর ভিসা বাতিলের কথা জানানো হয় মার্কিন প্রশাসনের তরফে।
সুরি বিয়ে করেছেন মাফিজ সালেহ নামের এক মহিলাকে। তিনি জন্মসূত্রে প্যালেস্টাইনের বাসিন্দা হলেও বর্তমানে মার্কিন নাগরিক। সুরির স্ত্রীও জর্জটাউন ইউনিভার্সিটির ‘সেন্টার ফর কন্টেমপোরারি আরব স্টাডিজ’ এর প্রথম বর্ষের পড়ুয়া। সুরির আইনজীবী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সুরির স্ত্রীর জন্মসূত্রে প্যালেস্টাইনের সঙ্গে যোগ থাকার কারণে তাঁকে নিশানা করছে ট্রাম্প প্রশাসন।