Skip to content
মে 14, 2025
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • অপারেশন সিঁদুর
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বির পরে কী বলছে দুই প্রধান!

ডার্বির পরে কী বলছে দুই প্রধান!

Online Desk অক্টোবর 20, 2024
FB_IMG_1729404555384-1.jpg

স্পোর্টস ডেস্ক :শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে জোড়া গোলে হারানোর আনন্দে যেমন খুশি মোহনবাগান সমর্থকেরা তেমনই খুশি সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হোসে মোলিনাও। তবে এই আনন্দের মধ্যেও বাস্তবের মাটিতে পা রেখে চলতে চান তিনি। ডার্বি জিতলেও নিজের দলের উন্নতি, চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতি শ্রদ্ধা এবং অবশ্যই তাদের চূড়ান্ত লক্ষ্য যে একেবারেই ভুলে যাননি তিনি, সেটাই বুঝিয়ে দেন আইএসএল জয়ী কোচ।

শনিবার মরশুমের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিতে ২-০-য় জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। ৪১ মিনিটে জেমি ম্যাকলারেন ও ৮৯ মিনিটে দিমিত্রিয়স পেট্রাটস পেনাল্টি থেকে করা গোলে দলকে জেতান। মহমেডান এসসি-কে যে রকম দাপুটে ফুটবল খেলে হারিয়েছিল তারা, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তেমনই আধিপত্য বিস্তার করে জেতে তারা। পরপর দু’টি কলকাতা ডার্বি জিতে আপাতত লিগ টেবলের দু’নম্বরে জায়গা করে নিয়েছে গতবারের লিগশিল্ড জয়ীরা।

দল পরপর জোড়া ডার্বি জেতায় কোচ মোলিনা খুবই খুশি। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, “আজ আমি খুবই খুশি। আমি একজন কোচ, যে একটা ভাল দলের কয়েকজন ভাল খেলোয়াড়দের সঙ্গে কাজ করছে। শুরু থেকেই আমরা একসঙ্গে অনেক পরিশ্রম করছি। শুরু থেকেই বলে আসছি যে, আমাদের সময় দিতে হবে, সবাইকে ধৈর্য্য ধরতে হবে। একটা প্রক্রিয়ার জন্য সময় দিতে হয়। এখন মনে হচ্ছে সব কিছুই খুব ভাল হচ্ছে। তবে এখনও আরও উন্নতির জায়গা রয়েছে”।

সমর্থক, ক্লাব কর্তাদের এই জয় উপহার দিতে পেরে খুশি কোচ বলেন, “আমি জানি যে, ডার্বির সঙ্গে সমর্থক, ক্লাব কর্তাদের বিশেষ আবেগ জড়িয়ে থাকে। আজ তাদের জন্য খুব ভাল লাগছে। এই ম্যাচে তিন পয়েন্ট পেলাম ঠিকই। তবে এখনও আমাদের পরিশ্রম করে যেতে হবে। হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচেও (৩০ অক্টোবর) জিততে হবে আমাদের”।

মোহনবাগান এদিন সঙ্ঘবদ্ধ, অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে দুর্দান্ত জয় পায়। এই দলগত পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, “শুধু রক্ষণ বা আক্রমণ নিয়ে ভাবনা চিন্তা করি না আমি। আমার কাছে পুরো দলের উন্নতিই আসল কথা। দল হিসেবে ভাল খেলছি কি না আমরা, সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। সবাই মিলে আক্রমণে ওঠা, সবাই মিলে ডিফেন্স করা, এটাই সবচেয়ে বেশি জরুরি। গত ম্যাচে এবং এই ম্যাচেও গ্রেগ ও জেমি দারুন খেলেছে। আক্রমণে তো বটেই, এমনকী, রক্ষণেও ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এটাই চাই। আমরা যদি সঙ্ঘবদ্ধ থাকতে পারি, দল হিসেবে খেলি, তা হলে আমাদের দল আরও শক্তিশালী হয়ে উঠবে”।

গত ম্যাচে যে দল নামিয়েছিলেন, শনিবার তাতে কোনও পরিবর্তন করেননি মোলিনা। তাই বলে এটাই যে তাঁর কাছে সেরা একাদশ, তা মানতে রাজি নন কোচ। বলেন, “দলের সব খেলোয়াড়কে নিয়েই আমি খুশি। আমাদের বেঞ্চের খেলোয়াড়রাও যথেষ্ট ভাল। তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে যারা প্রথম এগারোয় সুযোগ পাচ্ছে না, তারা গুরুত্বপূর্ণ না। একেবারেই তা নয়। যারা স্কোয়াডে থাকছে না, তারাও গুরুত্বপূর্ণ।

যেমন সুহেল, গ্লেন মার্টিন্স। অনুশীলনে ওদের পারফরম্যান্সে আমি যথেষ্ট খুশি। ওরা খুবই ভাল করছে। কিন্তু আমাকে তো সিদ্ধান্ত নিতেই হবে। সবাই তো আর একসঙ্গে মাঠে নামতে পারে না, এগারোজনই পারে। দলের পক্ষে যেটা ভাল হয়, সেটাই করি। আজ যাদের প্রয়োজন ছিল, তাদেরই দলে রেখেছি। হায়দরাবাদ ম্যাচে কাদের রাখব জানি না। এখনও দশদিন হাতে আছে। পরে তার পরিকল্পনা তৈরি করব এবং দল নিয়ে ভাবব”।

ইস্টবেঙ্গল এ দিনও ছন্দে ফিরতে পারেনি। টানা পাঁচ ম্যাচে হারলেও তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল মোহনবাগান কোচ। বলেন, “ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা প্রত্যেকেই ভাল। গত মরসুমে ওরা খুব ভাল খেলেছে। আশা করি, ওরা ঘুরে দাঁড়াবে। টেবলের একেবারে নীচে থাকার মতো দল নয় ওরা। মহমেডান, ইস্টবেঙ্গল দুই দলই ভাল। তবে আমরাই সেরা। কলকাতার মানুষের গর্বিত হওয়া উচিত যে তাদের তিনটে দল লিগে খেলে। ছ-ছ’টা ডার্বি হচ্ছে এখানে। প্রত্যেক দলকে শ্রদ্ধা করি। প্রত্যেকের বিরুদ্ধেই লড়াই করি আমরা ঠিকই। তবে তাদের প্রতি শ্রদ্ধা বজায় রাখি”।

Post Views: 38

Continue Reading

Previous: সোমবার বিকাল পাঁচটায় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর, রাজি ডাক্তাররা
Next: ‘ভোট শান্তিপূর্ণ হলে বিজেপিই জিতবে’, প্রচার শুরু প্রার্থীর

সম্পর্কিত গল্প

IMG-20250513-WA0104-1.jpg

টি২০ ফৌজি কাপে সেরা বাংলা

Online Desk মে 14, 2025
FB_IMG_1747075944554.jpg

ঘোষিত আইপিএলের নতুন সূচি, ফাইনাল আনতে কী ভূমিকা নেবে সিএবি!

Online Desk মে 13, 2025
IMG-20250415-WA0155.jpg

আগামী মরসুমে দল তৈরীতে টাকা ফ্যাক্টর নয় ইস্টবেঙ্গলের

Online Desk মে 13, 2025

You may have missed

WhatsApp-Image-2025-05-14-at-12.31.41-PM.jpeg

দেশ ছেড়ে এবার বিদেশে পাড়ি, সময় রায়নার নতুন শো ‘কমেডি ট্যুর’

Online Desk মে 14, 2025
20250514_123008.jpg

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাল পাকিস্তান, স্বস্তির নিঃশ্বাস পরিবারে

Online Desk মে 14, 2025
20250514_120058.jpg

অরুণাচল নিয়ে চিনের সক্রিয়তা, তীব্র প্রতিক্রিয়া ভারতের

Online Desk মে 14, 2025
20250514_111136.jpg

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিআর গাভাই

Online Desk মে 14, 2025
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.