
ওঙ্কার বাংলা ডেস্ক: ‘ছোটবেলা থেকে সকলের স্বপ্ন হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু আমার স্বপ্ন দেব-দা কে দেখার’- এমন কথাই ওঙ্কার বাংলা কে অকপটে জানালেন আসানসোলের বার্ণপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা পাল। চার বছর বয়স থেকেই অভিনেতা দেবের ডাই হার্ট ফ্যান রাইমা।তখন থেকেই তার একটাই স্বপ্ন জীবনে এক মুহূর্তের জন্য হলেও দেব-দা কে দেখব।অবশেষে হল তার স্বপ্ন পূরণ। শুধু দেখাই নয় খাদান সিনেমায় একেবারে দেবের সাথে স্ক্রিন শেয়ার করল রাইমা। এ যেন মেঘ না চাইতেই জল। রাইমা খাদান সিনেমায় অভিনয় করছে শুনেই মহাখুশি বার্নপুর এলাকার মানুষ। রাইমা পাল জানান- খাদান সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করে সে খুশি ও আপ্লুত। শুটিং এর সময় অভিনেতা দেব তাকে অভিনয় দেখিয়েছেন। সে ভাবতেই পারছেন না দেবের সঙ্গে সিনেমা করেছে। এমনকি নিজের জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা না করে প্রার্থনা করে দেবের জন্যে। সম্প্রতি ২০ ডিসেম্বর খাদান সিনেমা প্রেক্ষগৃহে রিলিজ করেছে।প্রথম দিনেই নিজের সিনেমা দেখলেন রাইমা পাল।পরবর্তীকালে অভিনয়কেই জীবিকা হিসেবে বেছে নিতে চাইছেন তিনি। এমনকি দেবের সাথে আরও সিনেমা করারও ইচ্ছে রয়েছে তার।