
আল সাদি, ঢাকাঃ বিশ্ব ফুটবলে অন্যতম বড় পরাশক্তি হিসেবেই পরিচিতি রয়েছে ৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের। বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষের সমর্থন যায় সেলেসাওদের জোগো বানিতো ফুটবলের প্রতি। সেই সুন্দর ফুটবল উপহার দেওয়া দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। মাউরোর এই সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে রয়েছে ফুটবলও। বিশ্ব ফুটবলের এই পরাশক্তির কাছে ফুটবলের সার্বিক উন্নয়নে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে মন্তব্য করে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক এবং পাটজাত ও চামড়াজাত পণ্য কেনার আহ্বানও জানিয়েছেন তিনি। সাক্ষাৎকালে শেখ হাসিনার নাম সম্বলিত ব্রাজিলের একটি জার্সিও উপহার দেন ব্রাজিলের মন্ত্রী। আসন্ন জি টুয়েন্টি সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মাউরো ভিয়েরা সেই আমন্ত্রণপত্র এদিন হস্তান্তর করলে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, তিনি সম্মেলনে যাবেন। প্যালেস্টাইন ইস্যুতেও শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ব্রাজিলের এই পররাষ্ট্রমন্ত্রী।