
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে হাসিনাকে ফেরানোই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে ফের একবার জানিয়ে দিল মহম্মদ ইউনুসের সরকার। উল্লেখ্য, তাঁকে দেশে ফেরাতে চেয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে ঢাকা।
মঙ্গলবার ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণে চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ সরকার৷ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি৷ সেই সমস্ত মামলার শুনানির জন্য হাসিনার প্রত্যর্পণ খুব জরুরি বলে জানান শফিকুল৷
প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেদেশে ক্ষমতা দখল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি জাতিসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনার অফিসের তরফে একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷ সেই রিপোর্টে দাবি করা হয়েছে, শেখ হাসিনার আমলে একাধিক মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। শুধু তাই নয় সেই সমস্ত ঘটনাতে শেখ হাসিনা জড়িত বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই আবহে ফের একবার নিজেদের অবস্থান জানিয়ে দিল অন্তর্বর্তী সরকার।