
উজ্জ্বল হোড়, ধুপগুড়ি: ধুপগুড়ির ৩ নং ওয়ার্ডের মিলপাড়া এলাকায় নোংরা নালার জল ঢুকে পড়ছে বাড়িতে । গত দুই মাস থেকে স্বল্প বৃষ্টিতেই জল জমছে রাস্তায় । কিছুটা দূরত্বে এলাকাতেই রয়েছে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অশোক বর্মনের বাড়ি। বারবার জানিয়েও মিলছে না কোনো সুরাহা।যার ফলে ছড়াচ্ছে, রোগ। নোংরা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের দাবি কয়েকদিনের বৃষ্টিতে পাশ্ববর্তী এলাকার নোংরা জল এসে জমেছে এই এলাকায়। এমনকি জলের সাথে নোংরা আবর্জনাও ভেসে আসছে। তাদের অভিযোগ ধুপগুড়ি শহরের নিকাশী নালা বেহাল হওয়ার কারণে এই দুর্ভোগ। জল জমে থাকায় ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ জমছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ বারবার পুরসভাকে বলা সত্ত্বেও পুরসভা নিকাশীনালা ঠিক করেনি।