
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনাঃ সোমবার দেশ জুড়ে চালু হওয়া নতুন তিনটি ক্রিমিনাল আইনের বিরোধিতা করলেন ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।ভারতের ইতিহাসে আজকের দিনটিকে কালা দিবস হিসাবে চিহ্নিত করেন তারা। আর তাই সপ্তাহের প্রথম দিন সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেন ডাউন করেন ডায়মন্ড হারবার ক্রিমিনাল ও সিভিল কোর্ট বার এসোসিয়েশনের সদস্যরা। আন্দোলনকারী আইনজীবীরা জানান, কেন্দ্রীয় সরকার ফৌজদারী ও সিভিল মামলায় আইন সংশোধন করে যে নতুন আইন প্রণয়ন করেছেন তার সাধারণ মানুষের জন্য নয়। এরই প্রতিবাদে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেন ডাউন করেন আইনজীবীরা। ডায়মন্ড হারবার সিভিল কোর্ট বারপ অ্যাসোসিয়েশণের সভাপতি সুদীপ চক্রবর্তী জানান “আইনজীবীরা এই আইনের তীব্র বিরোধিতা করছি’’।