
নিজস্ব প্রতিনিধিঃ এবার সড়ক পথে জুড়ছে বিহারের সোনপুর থেকে দীঘা। তৈরী হচ্ছে ৬ লেনের মহা সড়ক। তৈরী হবে গঙ্গা নদীর ওপর নতুন সেতু। রাস্তা ও সেতুর জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। এই রাস্তা ও সেতু তৈরী হলে সহজেই পৌছে যাওয়া যাবে সোনপুর থেকে দীঘা। দীঘা থেকে সোনপুর। বুধবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ৩০৬৪ কোটি টাকা ব্যয় তৈরি হবে গঙ্গা নদীর ওপর সেতু। সময় লাগবে ৪ বছর। সেতুর দৈর্ঘ্য ৪ কিলোমিটারের একটু বেশী। এই সেতু না থাকার জন্য সোনপুর থেকে বিহারের ছোট্ট জনপদ দীঘায় যাতায়াত করতে হত, অনেকটা পথ ঘুরে।