
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ পতঞ্জলি বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে দোষ স্বীকার করলেন যোগগুরু রামদেব। কিন্তু ক্ষমা চেয়েও নিস্তার নেই যোগগুরুর। শীর্ষ আদালত জানিয়ে দিল, ‘রামদেব আপনার পুরনো ইতিহাস খারাপ। আপনার ক্ষমাপ্রার্থনা আমরা গ্রহণ করব কি না, তা ভেবে দেখব।
পতঞ্জলি বিজ্ঞাপন মামলায় স্বস্তি মিলল না যোগগুরু রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণের। মঙ্গলবার শুনানির সময় রামদেব স্বীকার করে নেন নিজের ভুল। তার আইনজীবী মুকুল রোহতগি রামদেবের হয়ে বলেন, ‘আমি এ ক্ষেত্রে যা করেছি, তা ঠিক করিনি। আমি ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখব। আমি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে প্রস্তুত। রামদেবের এই বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষন, ‘রামদেব মোটেই নিরপরাধ নন।’
সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ সাফ জানায় ‘আইন সকলের জন্য সমান। আপনি নিজেও ভাল করে জানতেন যে, রোগ সারে না, আপনি তা নিয়ে বিজ্ঞাপন দিতে পারেন না।’পাশাপাশি, বেঞ্চ আরও জানায়, ‘রামদেব আপনার পুরনো ইতিহাস খারাপ। আপনার ক্ষমাপ্রার্থনা আমরা গ্রহণ করব কি না, তা ভেবে দেখব।’ আগামী ২৩ এপ্রিল আবার এই মামলাটি শুনবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার ডিভিশন বেঞ্চ।