
নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবস উপলক্ষে কলকাতার রাস্তায় মিছিল করবেন মমতা। এই মিছিল কলেজ স্ট্রিট, বউবাজার, ওয়েলিংটন মোড়, এস এন ব্য়ানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু সেদিনই শিবরাত্রি পড়েছে। তাই আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন অর্থাৎ ৭ মার্চ পথে নামছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিলের স্লোগান, ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। এবার এই নিয়ে, কটাক্ষ করলেন, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, মোদী সত্যিই দেশের মহিলাদের জন্য অনেক কিছু করেছেন। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করেছেন। তাকে মহিলারা বিশ্বাস করেন।
দিলীপ আরও বলেন, প্রশ্ন হল, যে সন্দেশখালিকে নিয়ে এতো কান্ড, সেখানকার মহিলারা যখন মোদীর কাছে আসছেন, তখন বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি আটকেছে যাতে তারা পৌঁছাতে না পারেন। নিউটাউন এলাকাতেই এই ঘটনা ঘটেছে। তবে পারেনি। মহিলারা এসেছেন। তৃণমূল কিছু হলে রাস্তায় মিছিল বের করে। রাজ্যের মানুষকে ওরা কি দিয়েছে? মোদী সারা দেশে ঘুরে ঘুরে হাজার হাজার কোটি টাকার প্রকল্প দিচ্ছেন। তৃণমূল কি দিচ্ছে? ৩০০ বা ৫০০ টাকা ঘুষ বা ভিক্ষা দিচ্ছে।