
স্পোর্টস ডেস্ক :- তাসখন্দে আয়োজিত মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকে এশিয়ান জিমন্যাস্টিং চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন দীপা কর্মকার।দীপার স্কোর ছিল ১৩.৫৬৬। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে উত্তর কোরিয়ার কিমং সং ইউন ও জো কিয়ন বোল।তবে এত সহজ ছিল না। চোট এতটাই গুরুতর ছিল যে, দীপা আদৌ রিংয়ে নামতে পারবেন কি না সেই বিষয়েই সন্দিহান ছিলেন অনেকে। সেখান থেকে ফিরে এসে বাজিমাত করলেন স্কিল,
এর আগে রিও অলিম্পিকে চতুর্থ হন ভারতীয় এই জিমন্যাস্ট।
গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরলেও, ভালো পারফর্ম করতে পারেননি তিনি।
এরপরে ডোপ টেস্টে ধরা পড়ায় কেরিয়ার সংকটের মুখে পরে যায়।কতটা কঠিন ছিল ফিরে আসা! এদিন দীপা জানালেন,’আমি কিন্তু কখনই ডোপের সঙ্গে যুক্ত ছিলাম না। কেরিয়ারে কখনও এই শিক্ষা পাইনি। তবে দোষ না করেও যখন সেই শাস্তি পাই ভেতরে ভেতরে খুব কষ্ট হয়েছিল। অনেক কাছের মানুষ বলেছিল আমার কেরিয়ার শেষ। আমি কিন্তু কখনও আস্থা হারাইনি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। জানতাম ফিরে আসতে পারব। সত্যি বলতে সমালোচকরাও কখনও কখনও জেদ তৈরী করে সেই জায়গা থেকে বোধহয় ওদের কিছুটা প্রমাণিত করা গেল। তবে আমি কখনও কাউকে জবাব দেওয়া জন্য কিছু করি না।’এবার প্যারিস অলিম্পিকে দীপা নেই যোগ্যতা অর্জন করতে পারেননি একটুর জন্য তার পয়েন্ট ছিল ৪৬ আর পয়েন্ট দরকার ছিল ৫০। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে আদৌ দীপা যেতে পারবেন কিনা সেটা কোটি টাকার প্রশ্ন কারণ তখন তার বয়স হবে ৩৪! যদিও দীপা বললেন,’আমি ২০৩২ নিয়ে ভাবছি না। কী হবে কেউ জানে না। তবে ঠিক প্যারিস অলিম্পিক আমার স্বপ্ন ছিল সেটার আক্ষেপ আমার কখনও যাবে না।’