
স্পোর্টস ডেস্ক :
ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এ নতুন বাংলা স্পোর্টস ভিত্তিক ছবির পোস্টার লঞ্চ হয়েগেলো। ছবির নাম ‘ দীপু ‘ যেটি একজন বিখ্যাত প্রাক্তন ইন্ডিয়ান ফুটবল খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস এর ওপর যেভাবে দীপেন্দু লড়াই করে নিজের কেরিয়ার গড়েছেন দীপু একজন প্রখ্যাত ভারতীয় ফুটবল খেলোয়াড়। তিনি পশ্চিমবঙ্গ থেকে আসা একজন প্রতিভাবান স্ট্রাইকার, যিনি ভারতীয় ফুটবলে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।এদিন হাজির ছিলেন দীপেন্দুর সঙ্গে খেলা প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখার্জী।উপস্থিত ছিলেন
বর্ষা সেনগুপ্ত, মনিস, সুমিত গাঙ্গুলী, অর্ণব গুহ । ছবির প্রযোজক বর্ষা এন্টারটেইনমেন্ট এবং সহ প্রযোজক আশা ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট। ছবির পরিচালক শ্রী প্রীতম। এই ছবি টি দীপু দার ওপর কেন্দ্র করে অভিনেতার চরিত্রে রয়েছেন মণীশ । না জানা গল্প এবং টুইস্ট ও রয়েছে ছবির মধ্যে জানালেন পরিচালক।ছবির শেষে দীপেন্দু কেও দেখা যাবে এটাই জানিয়েছেন তিনি। ছবির শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। কলকাতা ,বসিরহাট আরো অন্যান্য জায়গাতেও ছবির শুটিং হবে ।