
স্পোর্টস ডেস্ক : বায়োপিক বর্তমান সময়ে একটা ট্রেন্ড।সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, মেরি কম, মিলখা সিংদের বায়োপিক বলিউডে বেশ সফল। তবে টলিউডে ১৯১১ মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয় গোলন্দাজ নিয়ে সিনেমা হয়েছে তেমনই সদ্য মুক্তি পেয়েছে দাবাড়ু, যা গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের উপর তৈরি। তবে ফুটবলারদের বায়োপিক হয়নি কারোর। তবে এবারে বায়োপিক হতে চলেছে প্রাক্তন বাঙালি স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাসের । নাম হতে চলেছে দীপু র কাহিনী দীপু যা দীপেন্দু বিশ্বাসের ডাক নাম । মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান, তিন প্রধানের হয়েই দাপিয়ে খেলেন । তাঁর নামের পাশে রয়েছে গোলের ডবল সেঞ্চুরি। ছোটবেলা থেকে খেলোয়াড় জীবনের সব আবেগ, লড়াই, উত্থান-পতন, আবার ঘুরে দাঁড়ানো, সব ধরা পড়বে এই সিনেমায়।ছোটবেলার টাটা ফুটবল অ্যাকাডেমি, বসিরহাট, বড় হয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানক্লাবে হবে ছবির শুটিং
দীপেন্দুবলছিলেন, “গত প্রায় এক বছর ধরে আলোচনা চলছে। এই এক বছরে আমার থেকে একটু একটু করে আমার জীবনের গল্প শুনেছে ওরা। এবার সেই কাজটাই শুরু হতে চলেছে দেখে ভাল লাগছে।”আগামী সেপ্টেম্বর মাসে শুরু ছবির শুটিং।দীপেন্দুর চরিত্রে কৈশোর থেকে বড় হওয়া পর্যন্ত অভিনয় করতে দেখা যাবে মনীশকে। মনীশ একসময় নিয়মিত ফুটবলও খেলেছেন। নায়িকার ভূমিকায় থাকছেন বর্ষা সেনগুপ্ত। যিনি একজন প্লে-ব্যাক সিঙ্গারও।তবে বেশ কয়েকবছর তিনি মহামেডান ক্লাবের ফুটবল সচিব হিসেবে সফল।